ঝালকাঠিতে ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠি সদর থেকে চারজন, নলছিটি উপজেলা থেকে চারজন, রাজাপুর উপজেলা থেকে তিনজন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও ২২৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ১৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া দুই মাদকসেবীকে গোয়েন্দা পুলিশ আটক করে অভিভাবকদের সহযোগিতায় বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টার থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা পালন করছি। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করে, সেবন করে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ মে