বরগুনায় কোর্ট থেকে আসামী পলায়ন
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা দায়রা জজ কোর্ট থেকে মেহেদী (১৫) এক আসামী পালিয়ে গিয়েছেন বলে জানাযায়।
বুধবার (২৩ মে) বেলা ১২ টার দিকে জেলা দায়রা জজ কোর্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল মঙ্গলবার পৌনে ১ টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের গোলাম সরোয়ার ডাক্তার বাড়ির সামনে বসে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করলে ভাইকে মারধর করেন কালাইমুদাফাত গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছেলে মেহেদী (১৫), ছোট গৌরিচন্নার বারঘরের আঃ রাজ্জাকের ছেলে তানভির (১৫), গিলাতলী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৫) ও সরিষামুড়ি ইউনিয়নের আবু তায়েব মোঃ শাহাআলমের ছেলে আবু হাসান (১৫) বেধরক মারধর করেন রাকিবকে।
ঘটনার কথা শুনে গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ নাজমুল ফারুক ও ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে রাকিব ও লিজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা হাসপাতালে ভর্তি করেন। রাকিব গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র ও লিজা ৭ম শ্রেনীর ছাত্রী। পরে ওই স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ফারুক বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সাথে সাথে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন মেহেদী, তানভীর ও সোহাগ। বুধবার সকালে আসামীদেরকে কোর্ট হাজতখানা হাজির করলে ডাব খাওয়ার কথা বলে কোর্ট হাজতখানার সামনে থেকে দৌড়ে পালিয়ে যায় মেহেদী। এ রিপোট লেখা পর্যন্ত মেহেদীকে পুনরায় আটক করতে পারেনি পুলিশ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ মে