ভান্ডারিয়ায় যুদ্ধাপরাধী মামলার ৫ আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২১ মে ২০১৮

যুদ্ধাপরাধী মামলার ৫ আসামি গ্রেফতারপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধী মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ মে) সকালে ভান্ডারিয়া উপজেলায় অবস্থিত আসামিদের নিজ বাড়ি থেকে পিরোজপুর ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাকৃতরা হল- জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার (৭৫), আব্দুল মান্নান হাওলাদার (৭৪), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি (৮৮), আশরাফ আলী হাওলাদার (৬৭) ও ভান্ডারিয়া উপজেলার চরকাখালী গ্রামের মো: মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ (৬৮)।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলায় আসামিদের ভান্ডারিয়া থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করে। (সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)