রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজাপুরে সেলিনা বেগম (২৭) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পুটিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিনা ওই গ্রামের রিয়াদ তালুকদারের স্ত্রী।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ভাণ্ডারিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড হয় সেলিনা বেগমের। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে এ সাজা প্রদান করেন।
দণ্ড দেওয়ার পর সেলিনা বেগম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)