আরব আমিরাতের দেয়া ইফতার প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা
পরিবত্র রজমান উলক্ষ্যে আরব আমিরাতের দেয়া ইফতার সামগ্রী প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের জেরুজালেমে ইসরাইলবিরোধী আন্দোলনকারীরা।
ইফতার বয়কট উপলক্ষে আন্দোলনকারীরা নতুন একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি শুরু করেছে। তারা ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ‘উই আর নট হাঙ্গরি’ (আমরা ক্ষুধার্ত নই) বলে প্রচারণা চালাচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবেই তারা আল-আকসা মসজিদে আরব আমিরাতের পাঠানো ইফতার সামগ্রী বর্জন করছেন।
আরব আমিরাত দীর্ঘ দিন ধরে ইসরাইলকে সমর্থন দিচ্ছে এবং সম্প্রতি ইসরাইলের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রতিবাদে এ কর্মসূচি নিয়েছে ফিলিস্তিনিরা।
উল্লেখ্য, সম্প্রতি ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে ‘গিরো ডিইতালিয়া’ নামক সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেরুজালেমের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আমিরাত অংশ নেয়ায় ক্ষুব্ধ হয় ফিলিস্তিনিরা।(সূত্র: মিডল ইস্ট মনিটর)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ মে