পিরোজপুরে মাদক ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড
পিরোজপুরে মিলন আকন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মিলন আদালতে উপস্থিত ছিলেন।
রোববার (২০ মে) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিলন আকন ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মোশারেফ আকনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ মার্চ বিকেলে র্যাব-৮-এর একটি দল ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মিলন আকনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ২৩৩ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মিলন আকনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
ওই বছরের ৪ এপ্রিল ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী মামলাটি তদন্ত শেষে মিলন আকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ মে