পাথরঘাটায় চুরি হওয়া জালসহ ২ জেলে আটক
পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর পাচচুঙ্গা এলাকা থেকে ৫০ হাজার মিটার অবৈধ জাল, একটি নাম বিহীন ট্রলার ও দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।
রোববার (২০ মে) দুপুর দেড় টার দিকে উপজেলার বাদুরতলার পাচচুঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, পিরোজপুর সদর উপজেলার চরলোহাগাটা গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০) ও বরগুনা উপজেলার নলী গ্রামের আলমগরি হাওলাদারের ছেলে নাসির (৪৫)।
থানা ও কোস্টগার্ড সুত্রে জানা গেছে, দুপুরের দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর কালমেঘা এলাকায় নদীর পারে জেলেদের রাখা নামবীহিন একটি ট্রলারে জাল উঠিয়ে নিয়ে আসতেছিল। পিছন থেকে তারা ধাওয়া করলে সদর ইউনিয়নের পাচচুঙ্গা এলাকা নদীর ঘাটে ট্রলারটি রেখে পালিয়ে যাওয়ার চেস্টা করছিল। এসময় স্থানীয়দের সহযোগীতায় কোস্টগার্ড ও পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বলেন, জাল ও ট্রলারসহ ২ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ মে