বরিশাল-ভোলা লঞ্চ ভাড়া ২০ টাকা!
বরিশাল-ভোলা রুটে লঞ্চের যাত্রী নিয়ে কাড়াকাড়ি লেগেছে। যাত্রী বাগাতে এক মাস ধরে লঞ্চ কর্তৃপক্ষ ভাড়া কয়েকগুণ হ্রাস করেছে। এ রুটে যাত্রীপ্রতি ৮০ টাকা ভাড়ার স্থলে এখন নেয়া হচ্ছে মাত্র ২০ টাকা। লঞ্চ মালিকদের মধ্যে প্রতিযোগিতার কারণে এভাবে ভাড়া কমায় বিস্মিত যাত্রীরাও।
বরিশাল নৌবন্দরের ছোট লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, বরিশাল-ভোলা নৌরুটে লঞ্চে যাত্রীদের ভিড় অনেক বেশি। এতে যাত্রীদের টানাহেঁচড়া করছে দুই লঞ্চের কলম্যানরা।
মেসার্স রহমান অ্যান্ড সন্সের এমভি সঞ্চিতা-১ লঞ্চটি ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা বিকাল ৩টায়। একই স্থানে মেসার্স রিয়ন এন্টারপ্রাইজের এমভি রকিন-১ লঞ্চটি ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিল বেলা আড়াইটায়।
মুষলধারায় বৃষ্টির মধ্যে পাশাপাশি দুটি লঞ্চের ৮-১০ জন কলম্যান চিৎকার দিয়ে যাত্রী ডাকতে ব্যস্ত। ২০ টাকা, ২০ টাকা করে চিৎকার দিচ্ছে তারা। যাত্রীদের নিয়ে টানাহেঁচড়ার দৃশ্যও দেখা গেছে। এ নিয়ে দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়ছে।
সঞ্চিতা-১ এর এক কলম্যান জানান, বরিশাল-ভোলা নৌরুটে ভাড়া ৮০ টাকা। আগে ১০০ টাকাও নিতেন। কিন্তু এ রুটে একই সময়ে এমভি রকিন-১ সার্ভিস দেয়ায় চ্যালেঞ্জ হিসেবে যাত্রীদের ভাড়া ২০ টাকা নেয়া হচ্ছে। অবশ্য দুপুর আড়াইটার পর রকিন-১ ছেড়ে গেলে যাত্রীদের ৮০ টাকাই ভাড়া দিতে হবে বলে জানান তিনি।
এমভি রকিন-১ এর অপর এক কলম্যান বলেন, তারা এ রুটে নতুন সার্ভিস দিয়েছেন। তাই মালিক পক্ষের নির্দেশ সার্ভিস টিকিয়ে রাখতে ২০ টাকারও কমে প্রয়োজনে যাত্রী নেয়া হবে।
ভোলার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, গত মাসেও ৮০ টাকা দিতে হয়েছে ভাড়া। এখন মাত্র ২০ টাকা হওয়ায় মহাখুশি যাত্রীরা।
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ রুটে নতুন কয়েকটি লঞ্চ সার্ভিস দেয়া হয়েছে। যে কারণে লঞ্চ মালিকদের সঙ্গে প্রতিযোগিতা দেখা দিয়েছে।(সূত্রঃ যুগান্তর)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ মে