কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫০ ফুট লম্বা তিমি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৯ মে ২০১৮ | আপডেট: ০৫:৩৬ পিএম, ১৯ মে ২০১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৪৫ ফুট লম্বা তিমিপটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতে একটি বিশাল আকৃতির মৃত তিমি মাছ ভেসে এসেছে।

শনিবার (১৯ মে) ভোরে ৪৫ ফুটের মতো লম্বা তিমি মাছটি কুয়াকাটা সৈকতে ভেসে আসে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, কমপক্ষে ১৫ দিন আগে গভীর সমুদ্রে তিমিটি মারা গেছে।

লতাচাপলি ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি নামক এলাকায় বিশাল আকৃতির ওই মৃত তিমিটি ভেসে ওঠে।

সৈকতে মৃত তিমিতিমিটি প্রায় ৪০ থেকে ৫০ ফুটের মতো লম্বা হবে বলে স্থানীয়রা তাকে জানিয়েছে। যার কঙ্কাল পর্যটকদের জন্য সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে মৃত তিমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ।

এদিকে গবেষকদের মতে, এটি ব্রিডিস তিমি বা বেলিন তিমি হতে পারে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। ৩০ ফুটের ওপরে তিমিটি লম্বা হতে পারে। তবে এটি নিয়ে আমাদের কিছু করার নেই। বনবিভাগ কিংবা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর অথবা কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে।

এদিকে বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান বলেন, আমরা একটি মৃত তিমি উদ্ধারের খবর পেয়েছি। এটি পর্যটকদের জন্য কোনভাবে সংরক্ষণ করা যায় কি না, সে চেষ্টা করা হচ্ছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)