মায়ের লাশ দাফনে ছেলের বাধা
মায়ের লাশ দাফন করতে বাধা দিয়েছে ছেলে। শুক্রবার (১৮ মে) চাঞ্চল্যকর এঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে।
ছেলে দাবী করেন, তার মা ওসিওত করে গেছেন তিন দিন পর তার লাশ জীবিত হবেন। এনিয়ে এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার কামার পুকুর ইউনিয়নের নিজবাড়ী পঞ্চায়েত পাড়ার ভ্যানচালক আ: সামাদের স্ত্রী আমেনা বেগম একজন সাপুড়ে। তিনি বিভিন্ন গ্রামের ঝোপঝাড়ে গিয়ে সাপ ধরে থাকেন। শুক্রবার সাপ ধরতে যান পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার আলমপুর বালা পাড়া গ্রামে। সেখানে তাকে সাপ কামড় দিলে বাড়ি নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী লাশ দাফন করতে চাইলে বাধা দেন নিহত আমেনা বেগমের ছেলে আমিনুল ইসলাম। তার দাবী, আমার মা ওসিওত করে গেছেন তাকে এভাবে তিন দিন রাখতে হবে। এর পর তিনি জীবিত হবেন। এঘটনা এলাকায় জানাজানি হলে উৎসুক মানুষ নিহতের বাড়িতে ভীর জমায়।
এব্যাপারে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, আমি খবর শুনে নিহত আমেনার বাড়িতে যেয়ে লাশ দাফন করতে বলেছি। কিন্তু ওসিয়ত আছে বলে আমাকে জানিয়েছে। এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ মে