রমজানে দরিদ্রদের পাশে মৌসুমী
পবিত্র রমজান মাস উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে ইফতার নিয়ে অনুষ্ঠান ‘তারকাদের রান্নাঘর’। এতে নানারকম ইফতারের রেসিপি নিয়ে হাজির হবেন মডেল পিয়া জান্নাতুল।
শুধু ইফতার নয়, এতে থাকছে বিশেষ কিছু বিভাগ। যেখানে ঈদের জন্য দরিদ্রদের দেওয়া হবে উপহার সামগ্রী। আর এগুলো তাদের হাতে তুলে দেবেন মমতাজ ও মৌসুমী। ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে। যেখানে অংশ নিয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী।
বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল এটিএন বাংলা। তারা জানায়, সমাজের অবহেলিত, অসহায়, গরিব, বৃদ্ধ-বৃদ্ধা ও অটিস্টিক শিশুদের এই বিশেষ অনুষ্ঠানে ডেকে তাদের সঙ্গে কথা বলবেন মৌসুমী ও মমতাজের মতো তারকা দুই শিল্পী। তাদের হাতে দেবেন ঈদ উপহারও।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। ১৮ মে থেকে প্রতিদিন দুপুর ৩টা ১০ মিনিটে এটি প্রচার হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)