পাথরঘাটার লোকালয়ে ৮ ফুট লম্বা অজগর (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৭:০৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

---

পাথরঘাটা নিউজ ডেস্কঃ
খাবারের সন্ধানে লোকালয়ে আসা ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে তা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের দুলাল হাওলাদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে টাইগার টিমের সদস্যরা।

টাইগার টিমের সভাপতি মো. দুলাল মিয়া পাথরঘাটা নিউজকে বলেন, মঙ্গলবার সকালে হঠাৎ করেই রুহিতা গ্রামের দুলাল হাওলাদারের বাড়ির আঙ্গিনায় অজগর সাপটি অবস্থান করছিল। পরে খবর পেয়ে দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ওই সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগের টেংরা বনকেন্দ্রের বিট কর্মকর্তা মো. ইউসূফ আলী হাওলাদার পাথরঘাটা নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছে। আমরা তাৎক্ষনিক টেংরা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)