ছাত্রলীগের উদ্যোগে মঠবাড়িয়ায় কোরান শিক্ষা কার্যক্রম
মঠবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনের উদ্যোগে মাসব্যাপী কোরান শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৮ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পবিত্র রমজান উপলক্ষে মঠবাড়িয়া শহরের কে এম লতিফ সুপার মার্কেটে পৌর ছাত্রলীগ কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মাসব্যাপী কোরান শিক্ষার আসরে স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা অংশ নিচ্ছেন। উপজেলার মোল্লারহাট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী এ কোরান পাঠদান পরিচালনা করছেন।
হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী বলেন, পৌর ছাত্রলীগ পবিত্র রমজান মাসজুড়ে তরুণদের অংশগ্রহণে কোরান শিক্ষার মতো মহতী কাজ প্রশংসনীয়। গত বছর রমজান থেকে মাসব্যাপী কোরান শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করে উৎসাহ দেওয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ মে