বরগুনায় চুরির অভিযোগে গ্রেফতার-১
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
আরএফএল প্রতিষ্ঠানের বিক্রয় কর্মিকে বরগুনায় একটি বাসা চুরির অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বরগুনা পৌরসভার ডিকেপি সড়কে এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত আসামী হলো যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম।
মামলার বাদী আতিকা জানান, বরগুনা ডিকেপি সড়কে একটি বাসায় তিনি দুই বছর যাবৎ ভাড়া থাকে। ওই বাসার পূর্ব পাশে আসামী শফিকও ভাড়া থাকে। শনিবার বিকালে বাদী শহরে তার এক বোনের বাসায় যায়। ওই দিন রাত নয়টা বাসার দরজা খুলে তার বাসার ভিতরে আসামী শফিককে দেখে ভয় পায় এবং শফিকের কাছে জানতে চায় কি ভাবে তিনি তার বাসায় ঢুকেছে। শফিক বাদীর কোন কথার জবাব না দিয়ে একটি সরু পথ দিয়ে তার বাসায় চলে যায়। বাদী তার রুমের দরজার তালাও খোলা পায়। বাদী খোজ করে দেখে তার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা দুই ভরি ওজনের এক জোড়া সোনার গহনা নেই।
গহনা চুরির ব্যাপারে শফিকের কাছে জিজ্ঞাসা করলে তিনি কোন জবাব দেয়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চুরির অভিযোগে শফিককে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ফেব্রুয়ারি