৫৮ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক
৫৮ কোটি ৩০ লাখ ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০১৮ সালের প্রথম তিন মাসে এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এমন তথ্য জানায় ফেসবুক কর্তৃপক্ষ। শুধুমাত্র ভুয়া অ্যাকাউন্টই নয়, মুছে ফেলা হয়েছে কয়েক হাজার আপত্তিজনক ভিডিও।
ফেসবুকে মার্ক জুকারবার্গ এক পোস্টের মাধ্যমে জানান, ২০১৮ সালে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যদিও আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। ভুয়া অ্যাকাউন্ট ছাড়াও যৌনতা সম্পর্কিত ২১ মিলিয়ন ভিডিও, ২.৫ মিলিয়ন ঘৃণ্য মন্তব্যকে ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে। এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ভিডিও মুছে ফেলা সম্ভব হয়েছে। তবে এখনও ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে রিপোর্ট করছে। এরই মধ্যেই ফেসবুক থেকে ভুয়া অ্যাকাউন্টের পরিমাণ কমে গেছে।
উল্লেখ্য, সম্প্রতি ব্যবহারকারীদের তথ্য কেলেঙ্কারি ইস্যুতে তুমুল সমালোচনার মুখে পড়ে ফেসবুক। এরপর থেকেই ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তার বিষয়ে বেশ মনোযোগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ মে