মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৮ মে ২০১৮

মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি অভিযোগসম্প্রতি জাতীয়করণের তালিকাভুক্ত মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির দ্বন্দ্ব চরমে।

সভাপতি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আরিফ-উল-হক তাকে সাময়িক বরখাস্ত করেন। ওই অভিযোগের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের তদন্তও চলমান রয়েছে।

অপরদিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলে প্রধান শিক্ষককে বাদ দিয়ে ৭ মে বরিশাল শিক্ষা বোর্ড এক স্মারকে ৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজকে সভাপতি ও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানকে সদস্য সচিব করে অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটি অনুমোদন দেয়া হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষক রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আরিফ উল-হকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় বিদ্যালয়ের সম্পত্তি ও দোকান ঘর দীর্ঘমেয়াদে ভোগদখল করার জন্য আমার ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করেন। ওই কমিটির নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় অবৈধ সুযোগ-সুবিধা নিতে ব্যর্থ হয়ে সুপ্রিমকোর্টের আদেশ উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)