দুই বছরেও কমপ্লেক্স ভবন নির্মানের প্রস্তাব পাঠায়নি বরগুনা জেলা প্রশাসক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৭ মে ২০১৮

ফাইল ছবিতালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানে সরকারি অর্থায়নে জমি ক্রয়ের দুই বছর অতিক্রম হলেও স্থান নির্বাচনে সু-স্পষ্ট মতামত দিতে পারেনি জেলা প্রশাসন।

২০১৬ সালে ২১ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চিঠির আলোকে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২০ শতাংশ এবং দাতাদের মাধ্যমে ১৩ শতাংশ মোট ৩৩ শতাংশ জমি কমপ্লেক্স ভবন নির্মানের জন্য জেলা প্রশাসক অনুকূলে রেজিষ্ট্রারি দলিল করে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের সভায় স্থান নির্ধারনের সর্বসম্মতি সিদ্ধান্ত নিয়ে উপজেলা নির্বাহী অফিসার তালতলী বরাবরে প্রস্তাব পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে একমত পোষন করে প্রতিবেদন সহ জেলা প্রশাসক বরাবরে প্রেরন করেন। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে একমত পোষণ করার পরও অজ্ঞাত কারনে দীর্ঘদিন বিষয়টি ধামাচাপা পড়ে আছে। ২০১৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহনের তিন মাসের মধ্যে প্রস্তাবিত জায়গার বিপরীতে নতুন জায়গা প্রস্তাব করে জেলা প্রশাসনে তদবির শুরু করেন। যার কারনে জেলা প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের সুনির্দৃষ্ট প্রস্তাবনা পাঠাতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

জেলা প্রশাসক মো: মোখলেছুর রহমান বলেন, কমিটি প্রস্তাবিত স্থান সুপারিশ সহ জেলা প্রশাসন থেকে শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)