তালতলীতে প্রাথমিকে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা
তালতলী প্রতিনিধি:
তালতলীতে ২০১৭ খ্রীষ্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার ( ১৬ মে) ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সংবর্ধনা দেয়া হয়।
জানা গেছে, উপজেলা সদরস্থ ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ খ্রীষ্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৪জন ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৭জন মোট ২১জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, তালতলী ডিগ্রী কলেজে ও তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি একেএম কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সি, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও নয়াভাইজোড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ মে