পাথরঘাটায় কাঁকড়া চাষ বিষয়ক স্টার্ট-আপ কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ, বাজারজাত করণের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক স্টার্ট-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে বেসরকারি সংস্থা সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসুচী (সংগ্রাম) এই কর্মশালার আয়োজন করেন।
বুধবার (১৬ মে) সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাবির হোসেন, মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান আকন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগ্রামের উপ-নির্বাহী পরিচালক মাসুদ শিকদার।
কর্মশালায় উপজেলা চেয়ারম্যান বলেন, সমুদ্র উপকুল পাথরঘাটায় শতকরা ৮০ জন মানুষ মৎস্য শিকারের ওপর নির্ভরশীল। জেলেরা সুন্দরবন উপকুলে মাছ ধরতে গিয়ে তাদের জালে কাকড়াও ধরা পড়ে। এসব কাকড়া এনে অপরিকল্পিতভাবে বাড়িতে পুকুরে কাকড়া চাষ করেন তারা। এসকল চাষীরা তাদের কাকড়া চাষে নিয়মকানুন না জানায় প্রাতিষ্ঠানিক ভাবে লাভবান হচ্ছে না। তাই সংগ্রামের উদ্দ্যোগে কাকড়া চাষ প্রক্তুক্তি সম্প্রসারন করা হলে এই উপকুলে চাষীরা তাদের সফলতা অর্জন করবে। কর্মশালায় কাঁকড়া চাষী, আহরণ, ঘের মালিক, আড়তদার, ব্যবসায়ী, মৎস্য ও বন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ওয়াইল্ডটিম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্যসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ মে