সাতকানিয়ায় জাকাত নিতে গিয়ে পদদলিত, নিহত ১০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৪ মে ২০১৮

পদদলিত হয়ে নিহত ১০চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের একটি মাদরাসা মাঠে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক।

সোমবার (১৪ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের বিশিষ্ট শিল্প গ্রুপ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক মো. শাহজাহানের বাড়ির পাশের একটি মাদরাসা মাঠে এ জাকাত বিতরণের আয়োজন করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩০-৪০ হাজার মানুষ জাকাত নিতে ওই বাড়িতে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকেও লোকজন সেখানে আসে।’ অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)