কলাপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৪ মে ২০১৮

ইয়াবাসহ বিক্রেতা আটককলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম (২৭) কে আটক করা হয়েছে।

শনিবার (১২ মে) রাত সোয়া ৮টার দিকে কলাপাড়ার তারিকাটা সড়ক সংলগ্ন ইসলামপুর থেকে তাকে আটক করা হয়। পরে কলাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের শেষে তাকে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।

র‌্যাব আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৮টার দিকে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল মো. রফিকুল ইসলাম। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা ভাড়ায় চালিত মটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। ধৃত আসামীর দেহ তল্লাশি করে পরনের ট্রাউজারের পকেট থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)