কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবীতে তালতলীতে মানববন্ধন
তালতলী উপজেলার জয়ালভাঙ্গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৪ মে) সকাল ১০টার সময় নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবীতে এ নববন্ধন করে।
ভুক্তভোগী এলাকা জয়ালভাঙ্গা, তেতুলবাড়িয়া, খোট্টারচর, নলবুনিয়া ও নিদ্রারচর এলাকার প্রায় ৩ হাজার নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এক সূত্রে জানা গেছে, আই সো টেক ইলেকট্রিফিকেশন কোম্পানী লিমিটেড তালতলী উপজেলার ২৩০ একর জমি নিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের তোড়জোড় চালাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য ইতিমধ্যে ১৮০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা ২১ কিলোমিটার দৈর্ঘ্যের সংরক্ষিত বনাঞ্চল। নষ্ট হবে পায়রা ও বিষখালী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের প্রজনন অঞ্চল।
এ এলাকার ৯৮ শতাংশ মানুষ কৃষি ও মৎস্যজীবী। এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে পেশা হারাবে কৃষি ও মৎস্যজীবীরা। সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোন ধরনের শিল্প কারখানা স্থাপন করা পরিবেশ আইনে নিষিদ্ধ থাকায় এলাকাবাসী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন কালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ নান্না জোমাদ্দার, মোঃ জিয়া গাজী ও রেহানা বেগম প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মে