তরুণ লীগের নেতাকে বোমা মেরে হত্যা
যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম (৪০) কে বোমা মেরে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম পুলিশ লাইন টালিখোলা এলাকার ফজলুর রহমানের ছেলে। আহত সন্তোষ ঘোষ (৩৬) পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার নারায়ণ ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টায় তারা নতুন খয়ের তলা ভাস্কর্য মোড়ে তরুণ লীগের অফিসে বসে ছিলেন। এ সময় অজ্ঞাত ৯-১০ জন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে সাত-আটটি বোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায় সন্ত্রাসীরা খুব কাছ থেকে মনিরুল ইসলামকে গুলি করে। মনিরুলের বুকে গুলি ঢুকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহরুল ইসলাম অভিযোগ করেছেন, দলীয় কোন্দলে খুন হয়েছেন তরুণ লীগের এই নেতা।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) আবুল বাসার জানান, ঘটনার পর নতুন খয়েরতলা এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ মে