মঠবাড়িয়ায় “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” সংগঠন কর্তৃক অসহায় দুই শিশুকে সহায়তা প্রদান
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই জন অসহায় শিশুকে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালোবাসা’র পক্ষ থেকে নগদ অর্থ,বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ১৩ মে রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দের বছরের স্বপ্না ও ফয়সাল (০৭) নামের দুইটি শিশুকে চিকিৎসাধীন অবস্থায় কিছু উপকরণসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। স্বপ্না উপজেলার মিরুখালী ইউনিয়নের মনোজ মৃধার মেয়ে ও ফয়সাল উলুবাড়িয়া গ্রামের মৃত মাহাবুব মিয়ার ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের আজীবন সদস্য আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য মো. জিল্লুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বশীর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন,মঠবাড়িয়া উপজেলা কমিটির সভাপতি শিবাজী মজুমদার শিবু, সহ-সভাপতি রাজীব কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সজীব মিত্র, পলাশ বৈরাগী প্রমুখ।
এন এ এস/পাথরঘাটা নিউজ