ভেজা ভেজা চোখ’ নিশোকে সঙ্গে নিয়ে কাঁদাবেন মেহজাবিন (ভিডিও)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৫০ এএম, ১২ মে ২০১৮

মেহজাবিন চৌধুরী, নিশো
প্রকাশ পেল জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের গান ‘ভেজা ভেজা চোখ’। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল ১০মে সন্ধ্যায় প্রকাশ পেয়েছে গানটি।

মেহজাবিন চৌধুরী, নিশোসাজিদ সারকারের সুর-সংগীতে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ নাটকে গানটি ব্যবহৃত হয়। যে নাটকটি দেখানো হয়েছে এটিএন বাংলায়।

গানটির ভিডিওতে রয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী আরফান নিশো ও মেহজাবিন
মেহজাবিন চৌধুরী

তানজীব সারোয়ার বলেন, “এই নাটকের গল্পের সাথে মিল রেখে আমাদের গানটি করতে দেন মিজানুর রহমান আরিয়ান। গল্পের মত গানটিও দর্শক-শ্রোতাদের মনকে নাড়া দিচ্ছে।

অনেকেই গানটি আলাদা করে পেতে চাইছিলেন। তাদের কথা মাথায় রেখে গানটির ভিডিও আলাদা করে ছাড়া হয়েছে। আশাকরি সবাই উপভোগ করবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)