রায়না-ধোনির দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্ত অবস্থানে চেন্নাই !
একাদশ আইপিলের ৪৩ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। খেলাটি আজ রাজস্থানের মাঠ জয়পুরে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে টসে জিতে চেন্নাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে শেষে চেন্নাই সংগ্রহ করে ১৭৬ রান।
চেন্নাইয়ের অন্যান্য ম্যাচের মতন শুরুটা মোটেও ভাল হয়নি। দলীয় ১৯ রানে চেন্নাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান আম্বাতি রায়ডু আউট হয়ে সাজঘরে ফেরত যান। তবে আরেক ওপেনার শেন ওয়াটসন সুরেশ রায়নাকে নিয়ে দলের রানের গতি সচল রাখেন। দুইজনে মিলে ৮৬ রান করেন। দলীয় ১০৫ রানে ৩১ বলে ৩৯ রান করে ওয়াটসন আউট হয়ে ফেরত যান।
এরপর মাঠে নামেন কাপ্তান কুল হিসেবে সুপরিচিত ধোনি। কিন্তু দলীয় ১১৯ রানে আবারও উইকেট হারায় চেন্নাই। ৩৫ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলা রায়না সধির বলে আউট হয়ে ফেরত যান। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১২৭ রান ৩ উইকেটের বিনিময়।
তবে ধোনি ও স্যাম বিলিংসের শেষের দিকের ঝড়ো ইনিংসের ফলে বড় সংগ্রহ দাড় করাতে সক্ষম হয় চেন্নাই। শেষ ওভারে রান আউট হওয়ার আগে বিলিংস করেন ২২ বলে ২৭ রান। ধোনি শেষ পর্যন্ত ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
এদিকে রাজস্থানকে প্লে অফের টিকেট পেতে হলে আজকের ম্যাচে জয় লাভ করতেই হবে।