মঠবাড়িয়ায় মোটরসাইকেল চাপায় জেহাদী হুজুর নিহত

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১১ মে ২০১৮

---
মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল চাঁপায় টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিলা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কুরআনের তাফসিরকারক মাওলানা আবু তৈয়ব জেহাদী (৬৫) নিহত হয়েছেন।শুক্রবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রাতঃভ্রমন শেষে বাড়ি ফেরার পথে মঠবাড়িয়া-সাপলেজা সড়কে চরদুয়ানী থেকে মঠবাড়িয়াগামী একটি মোটরসাইকেল পাঁচশতকুড়া নামক স্থানে চাঁপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত আবু তৈয়ব জেহাদী টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আ. খালেক মিয়ার মেঝ ছেলে। মাওলানা আবু তৈয়ব জেহাদী বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ টিকিকাটা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন মাহফিলে ওয়াজ নসিয়ত করতেন। সুমিষ্ট বক্তা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিলো।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ঘটনার পর গাড়ি চালক পলাতক রয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)