গান বন্ধু’ এবার ইমন-মেহজাবিন চৌধুরী
ইউটিউবে একদিন একটি বাংলা গান শুনে আবেগী হয়ে পড়ে বিশাল। সে সাধারণত বাংলা গান কম শোনে। মূলত হেভি মেটালের ভক্ত। গানটি শোনার পর গানের লিংকটি সহকর্মী বন্ধু কোনালকে ফেসবুকে ইনবক্স করে। কিন্তু ভুলবশত লিংকটি কোনালের কাছে না গিয়ে কণা চৌধুরীর ফেসবুকের ইনবক্সে চলে যায়। কণা কিছুটা বিস্মিত হলেও গান শুনে ভীষণ ভালো লাগে তার। গানের সঙ্গেই
সন্ধি হয় তাদের।
কণা-বিশাল পরস্পরের নাম দেয় গানবন্ধু। নতুন কোনো গান অথবা প্রিয় কোনো গান হলেই ওরা শেয়ার করে। পরস্পরের মাঝে অলিখিত একটি চুক্তি হয়- কথা হতে পারে তবে তা শুধু ফেসবুকে। তাই তারা ফোন নম্বর আদান-প্রদান করে না। শুধু তাই নয়, দেখা করারও ইচ্ছে প্রকাশ করে না। এভাবে ‘গান বন্ধু’ নাটকের গল্প এগিয়ে যায়।
রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। নাটকটিতে অভিনয় করেছেন- মামনুল হাসান ইমন, মেহজাবিন চৌধুরী, আরফান অনিক প্রমুখ। আজ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।