কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক আটক
কাঁঠালিয়ায় ইয়াবাসহ জলিল খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ ছোনাউটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। জলিল ওই গ্রামের আইয়ুব আলী খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জলিল দক্ষিণ ছোনাউটা গ্রামে ইয়াবা বিক্রি করছিল। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)