ছাত্রলীগের ২৯তম সম্মেলন শুরু কাল, সাধারন সম্পাদক পদ প্রত্যাশী পাথরঘাটার ইমরান
বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন আগামীকাল (১১ মে) শুক্রবার শুরু হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ওই দিন বিকেল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, ‘সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্যান্ডেল, স্টেজসহ সব কাজ শেষ পর্যায়ে। এবার ছাত্রলীগের ইতিহাসের সেরা সফল সম্মেলন উপহার দেব। সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবে। সম্মেলনের মাধ্যমে মেধাবী, পরিশ্রমী এবং রাজপথের পরীক্ষিতরাই নেতৃত্বে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই নেতৃত্ব নির্বাচন করা হবে।’
জাকির বলেন, ‘সম্মেলন হবে ১১ ও ১২ মে। সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী মেধাবী ও যোগ্যরাই নেতৃত্বে আসবে।
এদিকে পাথরঘাটার বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিউর রহমান এর ছেলে, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ন-সাধারন সম্পাদক আসাদুজ্জামান নাদিম এর ছোট ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র।
আরিফুজ্জামান আল ইমরান ছাত্রজীবনে পাথরঘাটা কলেজে অধ্যায়ন কালে (২০০৮-১১সাল) পর্যন্ত পাথরঘাটা কলেজ শাখার সহ-সভাপতি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন কালে (২০১৩-২০১৮ সাল) হাজী মহসিন হলের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-অপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরিফুজ্জামান আল ইমরানের ভাই মো. আসাদুজ্জামান নাদিম ছাত্রজীবনের শুরুর দিকে পাথরঘাটা কলেজের সহ-সভাপতি ও পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১নম্বর যুগ্ন-সাধারন সম্পাদক।
আরিফুজ্জামান আল ইমরানের বাবা মো. মতিউর রহমান, ১৯৮৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি ও ২০১৪ সাল থেকে এ পর্যন্ত কালমেঘা ইউনিয়নর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ মে