ঝালকাঠিতে হাজারো কণ্ঠে শুদ্ধভাবে জাতীয় সংগীত অনুশীলন অনুষ্ঠিত
অনলাইন ডেস্কঃঝালকাঠিতে হাজারো কণ্ঠে শুদ্ধভাবে জাতীয় সংগীত অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুকে হাত রেখে সবাই একযোগে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষে সারাদেশের ন্যায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালে উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার।
শুদ্ধভাবে জাতীয় সংগীত অনুশীলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ঝালকাঠি পৌর সভার কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সেচ্ছাসেবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন। ঝালকাঠি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ এম বি / পাথরঘাটা নিউজ