কাঁঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:১৩ এএম, ৯ মে ২০১৮

পানিতে ডুবে শিশুর মৃত্যুকাঁঠালিয়ায় ইয়াসিন মৃধা নামে চার বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (৮ মে) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মৃধা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু ইয়াসিন ওই গ্রামের জাহাঙ্গির হোসেন মৃধার ছেলে।

স্বজনরা জানায়, দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই শিশু। অনেক খোঁজাখুজির পর বিকেলে ঘরের উত্তর পাশের ডোবায় ইয়াসিনকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)