বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৮ মে) দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
মৃত মিতু ঢালী (১৫) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের বিমল চন্দ্র ঢালীর মেয়ে। সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলো।
মৃতের স্বজনরা জানান, মিতু ঢালী (১৫) সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় (এ মাইনাস) পেয়ে পাস করে। ওই ফলাফলে সন্তুস্ট না হওয়ায় মিতু সোমবার (৭ মে) বিকেলে বিষপান করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)