আগৈলঝাড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে খোকন প্রামানিক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ মে) সকালে আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বেলাল তালুকদারের জমিতে ১০ জন শ্রমিক ধান কাটছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শ্রমিক আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খোকন প্রামানিকে মৃত ঘোষণা করেন। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামানিকের ছেলে।
জমির মালিক বেলাল তালুকদার বলেন, মরদেহ নিয়ে তার সহকর্মীরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আহত তিন শ্রমিককে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)