বরগুনায় একাত্তর টিভির সাংবাদিক ইমরানের ওপর হামলা
নিউজ প্রকাশের জের ধরে বরগুনায় একাত্তর টিভির সাংবাদিক মো. ইমরান হোসেন টিটুর (২৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। বরগুনার সকল স্থরের সাংবাদিকরা সহানুভুতি জানান তাকে।
আহত ইমরান হোসেন পাথরঘাটা নিউজকে বলেন, দুটি ছেলে তাকে জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে যায় ব্রিজের উপরে। সেখানে ওৎপেতে থাকা আরো চার সহযোগী মিলে তাকে বেধরক পেটায়। এ সময় তার ডাক চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা মটোরসাইকেল যোগে পালিয়ে যায়। তবে কিছুদিন পূর্বে বরগুনা ছাত্রলীগের কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করায় তার ওপরে এ হামলা হয়েছে বলে মনে করেন তিনি।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান জন্টু পাথরঘাটা নিউজকে বলেন, আমতলী উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে তার ওপর হামলা করেছে বলে ধারনা করা হচ্ছে। তাকে বরগুনা সদর হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করার হযেছে। তিনি আরও বলেন, বরগুনার সকল সাংবাদিক সংগঠন হাসপাতালে আহত সংবাতিককে দেখে এসেছেন।
বগেুনা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক বলেন, আহত ইমরানকে বরগুনা জেলা পুলিশ বরগুনা সদর হাসপাতালে দেখে এসেছে। অপরাধীদের খুজে বের করে অবস্যই আইনের আওতায় আনা হবে।
এদিকে বরগুনাসহ সকল উপজেলার কর্মরত সাংবাদিক ও পাথরঘাটা নিউজ টিটুর ওপর হামলার তিব্র নিন্দা এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহবান জানান। হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বরগুনার সকল সাংবাদিক বিভিন্ন কর্মসূচি হাতে নিবেন বলেও জানাগেছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মে