বিপদসীমার ওপর বইছে নদীর পানি
ভারী বৃষ্টিপাত হওয়ায় খোয়াই নদীর বাঁধ খুলে দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সে কারণে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে দ্রুতগতিতে বাড়ছে পানি। এরইমধ্যে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল শওকত জানান, সোমবার সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। নদীর বাল্লা সীমান্তে পানি উন্নয়ন বোর্ডের যারা কাজ করেন, তারা জানিয়েছেন ভারত বাঁধ খুলে দেওয়ায়ই পানি বাড়ছে।
সোমবার (৭ মে) সন্ধ্যায় বাল্লা সীমান্তে পানি ছিল ২৩.১২ মিটার। যেখানে বিপদসীমা হল ২১.৮০ মিটার। হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল ৯.২০ মিটার। যেখানে বিপদ সীমা ৯.৫০ মিটার।
উপ-বিভাগীয় প্রকৌশলী আরও জানান, সোমবার রাতে পানির প্রবাহের বৃদ্ধি কিছুটা কমেছে। তবে যদি পানি আরও বাড়ে, তাহলে সেই পানি হাওরে প্রবেশ করবে। এতে করে হাওরের বোরো ধানের ক্ষতি হতে পারে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মে