পটুয়াখালীতে ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক
পটুয়াখালীতে ৬৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মে) রাতে সদর উপজেলার খলিসাখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকদের নাম ডিগ্রি কালাম (৪৫), টেক রাসেল (৩৫) ও ইউসুফ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার খলিসাখালীতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)