সানীর জন্য নিজেই গান গাইলেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানীর জনমইদনে গান গাইলেন তার স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। রবিবার (৬ মে) ছিল ওমর সানীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অতিথিদের অনুরোধে স্বামীর জন্য গান গাইলেন ঢালিউডের এই প্রিয়দর্শনী।
রবিবার সন্ধ্যায় উত্তরায় একটি রেস্তোরাঁয় ওমর সানীর ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠানটির আয়োজন করে। চিত্রনায়িকা শাবনূরও সেখানে উপস্থিত ছিলেন।
জন্মদিনে মৌসুমী বলেন, ওমর সানীর মতো একজন সন্তানের জন্ম দেওয়ার আমার শ্বশুর-শাশুড়ির কাছে কৃতজ্ঞ। ওমর সানীর যদি জন্ম না হতো, ভালো মনের স্বামী ওমর সানীকে পেতাম না। তার মতো একজন ভালো মানুষের পাশে আমার জীবন কাটাতে পারছি বলে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি।’
অপরদিকে ওমর সানী বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তিনি আমাকে এখনো সুস্থ রেখেছেন। চলচ্চিত্রে আমি এখন যদিও নিয়মিত নই, তারপরও দেশের মানুষ, আমার প্রতি যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে, তাতে আমি মুগ্ধ ও অভিভূত।