তালতলীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৭ মে ২০১৮ | আপডেট: ০৭:০৮ পিএম, ৭ মে ২০১৮

শ্বাস রোধে হত্যাতালতলী প্রতিনিধিঃ
তালতলীতে তিন সন্তানের জননী গৃহবধু ময়না বেগমকে স্বামী কর্তৃক শ্বাস রোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৭ মে) বিকালে গৃহবধু ময়নার ভাই সিদ্দিক হাওলাদার তালতলী থানায় এ অভিযোগ দায়ের করেন।

এঘটনায় স্বামী বেল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলা সওদাগরপাড়া গ্রামের নাসির গাজীর পুত্র বেল্লাল প্রায় ২০ বছর পূর্বে পার্শ্ববর্তী মহিপুর থানার নজিবপুর গ্রামের আঃ হামিদ হাওলাদারের কন্যা ময়না বেগমকে বিয়ে করেন। প্রায় বছর দুই আগে বেল্লাল কুয়াকাটা গ্রামের লতিফ মাঝির স্বামী পরিত্যক্তা কন্যা হনুফা বেগমকে দ্বিতীয় বিবাহ করেন। টানাপোড়েনের মধ্যে এক বছর সংসার করার পরে হনুফা তার পূর্বের স্বামী মহিপুর বাজার এলাকার আবু তাহেরের কাছে ফিরে যায়। গত ছয় মাস পূর্বে আবু তাহের মৃত্যুবরন করলে হনুফা এবং বেল্লালের মধ্যে পূনরায় সম্পর্ক তৈরি হয় এবং হনুফাকে বিয়ে করবে বলে জানান বেল্লাল। এই ঘটনাকে কেন্দ্র করে বেল্লাল ও ময়নার মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। একপর্যায় বেল্লালের প্রধান শত্রু হয়ে দাড়ায় ময়না। গত শুক্রবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া ঝাটি হলেও ছোট পুত্রকে নিয়ে বেল্লাল ও ময়না ঘরের চৌকিতে ঘুমায়। শনিবার সকালে ঘরের ঐ চৌকি থেকেই পুলিশ ময়নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। শনিবার রাতে গৃহবধু ময়নার লাশ বাবার বাড়িতে দাফন শেষে রবিবার ময়নার ভাই সিদ্দিক হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে তালতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, গৃহবধু ময়নাকে শ্বাস রোধে হত্যার অভিযোগ ৪ জনকে আসামী করে ময়নার ভাই সিদ্দিক হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামী বেল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)