এসএসসি পরীক্ষাপাথরঘাটায় তাসলিমা মেমোরিয়াল একাডেমী শত ভাগ উর্ত্তীণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ৬ মে ২০১৮

তাসলিমা মেমোরিয়াল একাডেমীপাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমী বরাবরের মত উপজেলার শ্রেষ্টত্ব বজায় রেখে শত ভাগ উর্ত্তীণ হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রের ১৮শ৯৪ পরীক্ষার্থীর মধ্যে ২৮টি জিপিএি-৫ এর মধ্যে তাসলিমা মেমোরিয়াল একাডেমী পেয়েছে ১৫টি। উপজেলার পাশের হার ৬৮.৯১ ভাগ।

বরিশাল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট থেকে জানা যায়, পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ৪টি কেন্দ্রে ১৮শ ৯৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে শতভাগ উর্ত্তীণ হয়েছে কেবল মাত্র পাথরঘাটা উপজেলা সদরের তাসলিমা মেমোরিয়াল একাডেমী এবং উপজেলায় প্রাপ্ত ২৮টি জিপিএ-৫ এর মধ্যে এই বিদ্যালয় পেয়েছে ১৫টি।

প্রধান শিক্ষক মো. আবুল বাশার আজাদ জানান, বিদ্যালয়ের ৫৫ পরীক্ষার্থীর সবাই ভাল মার্কস সহ শত ভাগ পাশ করেছে। বরাবর আমাদের শিক্ষার্থীরা পিএসসি,জেএসসি ও এসএসসি পরীক্ষায় সেরা রেজাল্ট করে ভাঙ্গা টিনের ঘরে রোদ বৃষ্টিতে ভিজে। বিদ্যালয়টি এবছর শিক্ষা সপ্তাহে বরগুনা জেলার সেরা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেলেও একটি পাকা ভবনে ছেলে মেয়েরা পড়ার ভাগ্য হয়নি। চার বছর ধরে একটি পাকা ভবন শিক্ষা প্রকৌশল বিভাগ তৈরী করছে কেন যেন কাজ শেষই হয় না।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যায় উপজেলার ৪টি কেন্দ্রে মোট ১৮শ৯৪ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করে । এর মধ্যে ৫৮৯ জন অকৃতকার্য হয়। উপজেলার পাশের হার হচ্ছে ৬৮ দশমিক ৯১ ভাগ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)