বরগুনা-২ আসনের এমপির উপর ক্ষোভ ঝাড়লেন আওয়ামীলীগ নেতা
অনলাইন ডেস্কঃ বরগুনা-২ আসন সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বাবা রাজাকার কমান্ডার ছিলেন বলে অভিযোগ করেছেন বরগুনার পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহরাব।সম্প্রতি বেসরকারি টেলিভিশন DBC কে দেওয়া বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। আর ইলেকশন এক্সপ্রেস ভিডিও টি শেয়ার হয়েছে ৭ হাজার এর উপরে
বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে মাঠে নেমেছেন বর্তমান সাংসদসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা।
বরগুনার পাথরঘাটা, বামনা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে মাঠে নেমেছেন বর্তমান সাংসদসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা।
বর্তমান সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ২০০৩ থেকে ২০১৪ এই ১১ বছরের রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মেয়াদ শেষ না হতেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ না হতেই গোলাম সবুর টুলু এমপির মৃত্যুতে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দশম সংসদ নির্বাচনেও জয়ী হয়ে হ্যাট্রিক করেন তিনি।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ নেই উল্লেখ করে মোশারফ হোসেন আরো বলেন- ‘আমাদের আওয়ামী লীগ আগে থেকেই সুসংগঠিত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে আমরা অনেক ভালো আছি। গোলাম সবুর টুলু এমপির মৃত্যুর পরে শওকত হাচানুর রহমান রিমনকে দল থেকে মনোনয়ন দেয়া হয় এবং এমপি নির্বাচিত হয়। পাথরঘাটায় আওয়ামী লীগের মধ্যে কোন দ্বন্দ নেই, শুধু সমস্যা হলো রিমন শুরু থেকেই আওয়ামী লীগ মনা নয়। তিনি মূলত বিএনপি জামায়াত ও শিবির মনা। কারণ তার বাবা ছিলেন এই জেলার রাজাকার কমান্ডার।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাংসদ রিমনের কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে পৌর আওয়ামী লীগের এই নেতা বলেন- ‘তিনি একাই আসে, আবার একাই যায়। তার কাছের ১০/১২ জন লোক আছে, যাদের নিয়ে তিনি সব সময় চলাফেরা করেন। তারা সবকিছু লুটপাট করে খাচ্ছে। এদের কাছে আমরা সবাই জিম্মি হয়ে আছি। তিনি মূলত কাজ করে মৌলবাদীদের। দলের জন্য তিনি কিছুই করেন না।
অন্যদিকে এই আসনে বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন তিনি দু’বার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এতদিন তিনিই আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন। কিন্তু এবার তার প্রতিদ্বন্দ্বী হয়ে মনোনয়ন পাওয়ার আশায় মাঠে নেমেছেন আরও দুজন।
আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এমপির পাশাপাশি মনোনয়ন পেতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক শুভাষ চন্দ্র হাওলাদার। তাকে নিয়েও এলাকায় বেশ আলোচনা চলছে। তিনি এলাকায় সক্রিয় রয়েছেন। তার প্রতি দলের শীর্ষ নেতৃত্বের সহানুভুতিও রয়েছে বলে একটি সূত্রে জানায়।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী। অন্যদিকে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর জ্যেষ্ঠ কন্যা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি। তিনি সব সময় ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেতে গণসংযোগ, শুরু করেছেন সভা সেমিনার ও সামাজিক কাজকর্ম করে থাকেন।
তিনি আরো বলেন এর আগে এই এমপি
এরআগে হত্যা মামলার চিহ্নিত আসামিকে নিয়ে নিজ গাড়িতে চড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার অভিযোগ ওঠে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। এছাড়াও বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ এম বি। পাথরঘাটা নিউজ