কাউন্সিলর প্রার্থীকে লক্ষ্য করে গুলি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৬ এএম, ৬ মে ২০১৮ | আপডেট: ০৯:৩০ এএম, ৬ মে ২০১৮

এই ছবিটি প্রতিকীখুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে দুষ্কৃৃতকারীরা দুই রাউন্ড গুলি ও তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

শনিবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তর কাশিপুর যমুনা রোডে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে যমুনা রোডে গণসংযোগ শেষে মটরসাইকেলে ফিরছিলেন সুলতান মাহমুদ পিন্টু। এসময় ওই এলাকা বিদ্যুৎহীন ছিল। ফেরার সময় পেছন থেকে দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। তবে তিনি আহত হননি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)