লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্ততিকালে আটক ৮

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ১২:০৩ এএম, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

---
আবু জর রফি, নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- মো. সুমন (২৭), মো. রুবেল হোসেন (২৪), মো. আনোয়ার হোসেন প্রকাশ মাসুম (৩৫), মো. রিপন (২৫), মো. সায়েদ (২৫), মো. মোস্তফা প্রকা রিপন (২২), মো. শাওন চৌধুরী হৃদয় (২২) ও মো. সবুজ (২৫)।

এরা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, চরশাহী ইউনিয়ন পূর্ব সৈয়দপুর এলাকার টক্কারপোলে একদল ডাকাত দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার টহল পুলিশ ওই এলাকায় ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপ ভ্যান থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে আট ডাকাতকে গ্রেফতার করে। পরে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং তাতে তল্লাশি চালিয়ে দেশিয় কয়েকটি অস্ত্র জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)