মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড
মঠবাড়িয়া উপজেলায় মনজিলা খাতুন (১৫) নামের দশম শ্রেণীর স্কুলছাত্রীকে জোর করে বাল্যবিয়ে দেয়ার চেষ্টার দায়ে কনের মা, বরের বাবা ও বরকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ মে) রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জিএম সরফরাজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। স্থানীয় পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনজিলা উত্তর মিঠাখালী গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে ও একই গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে বর ইউনুচ হাওলাদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম সরফরাজ জানান, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের স্কুলছাত্রীকে জোর করে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা চলছিল।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)