মঠবাড়িয়ায় মাদরাসা ছাত্রীকে মুখবেধে গণধর্ষণ
মঠবাড়িয়ায় নবম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী (১৪) দুই বখাটে কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) গভীর রাতে উপজেলার বাদুরা গ্রামে ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ছাত্রীকে তার নানির বাড়ি থেকে উদ্ধার করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক রুম্মান পঞ্চায়েত (২৫) ও পান্না পঞ্চায়েত (৩৫) পলাতক রয়েছে।
রুম্মান বাদুরা গ্রামের ইউনুচ পঞ্চায়েত ও পান্না ফারুক পঞ্চায়েতের ছেলে। তারা দু’জনই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
ওই ছাত্রীর নানি জানান, প্রায় ১৮ বছর পূর্বে জামালপুরে তার মেয়ের বিয়ে হয়। মেয়ের জামাই দ্বিতীয় বিয়ে করায় আমার বাড়িতে বসবাস করত। এর পরে ভিকটিমের মা দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়ি আমুয়া থেকে সৌদি আরব চলে যায়। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় শেখ ফজিলাতুননেছা মাদরাসার নবম শ্রেণীর ওই ছাত্রী পড়াশোনা শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই দুই বখাটে কৌশলে ঘরের দরজা খুলে মুখ বেঁধে বাড়ির কাছে বাগানে নিয়ে ধর্ষণ করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মে