এসএসসি-দাখিল ও সমমানের ফল প্রকাশ কাল
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। মন্ত্রণালয় সূত্র এসবের সত্যতা নিশ্চিত করেছে।
এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। লিখিত সৃজনশীল অংশের পরীক্ষা চলে ২৪ তারিখ পর্যন্ত। পরীক্ষায় সারা দেশের ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ছিল ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মে