৮ ওঠা আমাদের সবচেয়ে বড় অর্জন : সাকিব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৪৩ এএম, ৪ মে ২০১৮

সাকিব আল হাসান
প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‍্যাংকিংয়ে এগিয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন সাফল্যে সবার মতো বেশ খুশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। টাইগার দলের এই অলরাউন্ডার মনে করছেন ওয়ানডের চেয়েও বাংলাদেশ টেস্টে বেশি এগিয়ে যাচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারে মৌসুমটা বেশ ভালই কাটাচ্ছেন টাইগার দলের সেরা অলরাউন্ডার। আইপিএলে সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। তাই ঢাকায় ঝটিকা সফর দিয়েছেন তিনি।

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের এই সাফল্যের ভাগিদার তো সাকিব নিজেও। আনন্দটা তাই একটু বেশিই পাচ্ছেন, ‘আমি মনে করি টেস্টে অষ্টম স্থানে উঠে আসা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সাফল্য। ওয়ানডেতে ছয় কিংবা সাত নম্বরে থাকার চেয়ে টেস্টে অষ্টম স্থানটা বেশি উপভোগ করছি, কারণ আমরা টেস্টে এগিয়ে যাচ্ছি।’

টেস্টে ১৬ ম্যাচে ৭৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে ২২ ম্যাচে ৬৭ রেটিং নিয়ে নয় নম্বরে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ম্যাচে ১২৫ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছে ভারত।
---
টেস্ট খেলা দেশগুলোর সঙ্গে বেশ ভালো প্রতিযোগিতাই করছে বাংলাদেশ। টেস্টে একধাপ উঠে আসার মানে দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে এমনটাই মনে করছেন সাকিব, ‘টেস্ট ভালো করতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হয়। এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য, কারণ আমরা বড় ইনিংস খেলায় এগিয়ে যাচ্ছি।’

আইপিএলে এবারে মৌসুমে হায়দরাবাদের হয়ে সবকটি ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। ৮ ম্যাচে ৮ উইকেট সংগ্রহের পাশাপাশি ব্যাট হাতে ১২৩ রান করেছেন সাকিব।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)