ভ্রাম্যমাণ আদালতবরিশালে ১৭ দালালের জরিমানা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-৮ বরিশালের উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুপুরে র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার লক্ষ্যে বিশেষ অভিযানে শেবাচিম হাসপাতাল থেকে ১৭ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পরবর্তীতে এ ধরণের কর্মকাণ্ড করার জন্য দণ্ডপ্রাপ্তদের সতর্ক ও নির্দেশ দেওয়া হয়।
র্যাব-৮ বরিশালের উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, সাধারণ মানুষের হয়রানি বন্ধে র্যাবর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মে