আলীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু
কুয়াকাটার আলীপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা জাকিয়া (৩৫) ও ছেলে সিয়ামের (০৩) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব আলীপুর নাসিরের ভাড়া দেয়া ঘরে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, ঘটনার দিন সিয়ামের বাবা ও জাকিয়ার স্বামী ক্ষুদ্র মাছ ব্যবসায়ী বশির কর্মের তাগিদে বাজারে যান। ঘরে তার স্ত্রী সংসার কাজে ব্যস্ত ও তার আরেক ছেলে রাজু (১২) ঘরের সামনে খেলা করছে। খেলা শেষে ঘরে ঢুকে মাকে মাটির উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাকে ডাকতে ডাকতে স্পর্শ করতে গেলে তাকে ছিটকে ফেলে দেয়। পরে রাজু ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে মা ছেলে দু’জনের মধ্যে সিয়াম জীবিত আছে ভেবে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত ডাক্তার আরিফুর রহমান তাকে মৃত বলে ঘোষনা দেন। আহত ছেলে রাজু (১২) চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।
স্থানীয়দের ধারনা ওই ঘরের বিদ্যুৎ সংযোগ তার টিনের বেড়ার সাথে লাগলে টিনও বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। যেকারণে টিনের কাছে গেলে এমন অবস্থার স্বীকার হন তারা।
সিয়ামের বাবা ও জাকিয়ার স্বামী ক্ষুদ্র মাছ ব্যবসায়ী বশিরের বাড়ি কুয়াকাটার অদূরে চরচাপলী এলাকায়। মৃতদের আজ বিকেলে বশিরের গ্রামের নিজ বাড়িতে দাফন দেয়া হবে বলে পরিবারসূত্রে জানাযায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু এটা হৃদয় বিদারক ঘটনা, মৃত ব্যক্তিদের দাফন দেয়ার প্রস্তুতি চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মে