তালতলীতে ৩ লাখ চিংড়ির রেনু সহ ট্রলার জব্দ
তালতলী প্রতিনিধিঃ
তালতলীতে ৩ লাখ চিংড়ির রেনু পোনা সহ এফবি মল্লিক নামের একটি ট্রলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ মে) নিদ্রা সকিনা কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে বঙ্গোপসাগর সংলগ্ন নিদ্রার খালের মোহনা থেকে ট্রলারটি জব্দ করে।
উপজেলার নিদ্রা সকিনা কোস্ট গার্ডের কন্টিজেন্ট লীডার মোঃ ইউসুফ আলী পিও পাথরঘাটা নিউজকে জানান তারা প্রতিদিনের মত বঙ্গোপসাগরে টহলে যান। হঠাৎ একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে নিদ্রার খালের মোহনা তীরে এসে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। ৩ লাখ চিংড়ির রেনু, রেনু ধরার ৫টি বেহেনতি জাল সহ ট্রলারটি জব্দ করে নিয়ে আসে।
পরে মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় বাগদার রেনু পোনা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। রেনু ধরার ৫টি বেহেনতি জাল ঐ দিনই বিকেলে ফকিরহাট বাজারে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ট্রলারটি উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ মে